রাহুল পারভেজ, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির অভিযানে ৫২ পিস ইয়াবাসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকায় অভিযান চালিয়ে আকাশ (২৭) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আকাশ উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা হলুদঘর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলামের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক রকিব হাসানের নেতৃত্বে ফাঁড়ির সদস্যরা অভিযানটি পরিচালনা করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে হয়েছে।