নেহাল আহম্মেদ প্রান্ত,স্টাফ রিপোর্টারঃ
আদমদীঘিতে নিম্নচাপের প্রভাবে অবিরাম বৃষ্টিতে লুটিয়ে পড়েছে রোপা আমন ধান। ধান কেটে ঘরে তোলার আগ মুহূর্তে হঠাৎ এ দুর্যোগে দুশ্চিন্তায় পড়েছেন এ অঞ্চলের কৃষকরা।
প্রায় ১০ দিন পরেই ধান কেটে তোলার স্বপ্ন দেখছিলেন আদমদীঘি সান্তাহার এলাকার কৃষকেরা ।
বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি আর দমকা বাতাস উপজেলার ওপর দিয়ে বইছে। এতে নিচু এলাকার ধান পানিতে তলিয়ে গেছে।
কৃষক বলছেন, বিঘা প্রতি ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হয়েছে। হঠাৎ এ দুর্যোগে ফলন বিপর্যয়ে আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা।
এ ব্যাপারে আদমদীঘির উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী বলেন টানা ২ দিনের বৃষ্টিতে আদমদিঘী উপজেলার প্রায় ৫০ হেক্টর জমির ধান মাটিতে লুটিয়ে পড়েছে। তবে পরর্বতিতে যদি বৃষ্টি না হয় এবং সূর্যের বের হয় তাহলে প্রায় ৮০% শতাংশ ধান ভালো থাকবে। প্রতি হেক্টর ধান চাষ করতে খরচ করে প্রায় ৬০ থেকে ৮০ হাজার টাকা।
আদমদীঘিতে অবিরাম বৃষ্টিতে লুটিয়ে পড়েছে আমন ধান। লুটিয়ে পড়া ধান কাটতে, মাড়াই করতে অনেকটাই ভোগান্তিতে পড়তে হয়। অতিরিক্ত পারিশ্রমিক দিতে হয় শ্রমিকদের। ফলে লোকসান না হলেও লাভবান হওয়া দূরুহ হয়ে পড়ে।